বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনের স্বাধীনতা: বাংলাদেশ অভিনন্দন জানাল চার দেশের পদক্ষেপে

palestine-independence-recognition-bangladesh
ছবি সংগৃহীত

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে ফিলিস্তিন আন্তর্জাতিক স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ তার দীর্ঘমেয়াদী সমর্থনের অংশ হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বলেন, এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি জানান, স্বাধীনতার পর বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন নিশ্চিত করেছে। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এই অবস্থান বজায় রেখেছে।

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মাধ্যমে ২০০-এর বেশি দেশের সমর্থন পেল ফিলিস্তিনিরা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন রাষ্ট্র গঠনে এটি ভূমিকা রাখলেও ফিলিস্তিনকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

বিশ্বের অন্য একটি প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়