Search
Close this search box.

বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘন কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় শীতকাল ঘন কুয়াশা
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে প্রতিবছরই পঞ্চগড়ে শীতের প্রকোপ তাড়াতাড়ি দেখা দেয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, কয়েকদিন ধরে তাপমাত্রা প্রতিদিনই একটু একটু করে কমছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সকাল থেকে কুয়াশা থাকার কারণে সূর্যের আলো সেভাবে ছড়াতে পারছে না। ভোরের শিশির আর কুয়াশা মিলে সৃষ্টি করছে শীতল পরিবেশ। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়া শীতের মাত্রা আরও বাড়িয়ে তুলছে। অনেকেই এখন গায়ে চাদর জড়িয়ে বের হচ্ছেন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা বেড়েছে। শীতের কাপড়ের দোকানগুলোতেও বাড়তি ভিড় দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই শীতের কাপড়ের বিক্রি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, “গত কয়েকদিনে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। আজকের তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭ ডিগ্রি। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।”

সকালের ঘাসে জমে থাকা শিশির, মৃদু কুয়াশা, আর হিমেল বাতাস মিলে পঞ্চগড়ে শীতকালীন এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, শীত আসার আগেই এই অঞ্চলে প্রায় প্রতিবছরই এমন আবহাওয়া অনুভূত হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়