Search
Close this search box.

মঙ্গলবার- ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন ডিজাইনের ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে আসছে

নতুন ডিজাইনের টাকা, বাংলাদেশ ব্যাংক, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট
রূপক ছবি

বাংলাদেশ ব্যাংক ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের নতুন ডিজাইন অনুমোদন করেছে। রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত একটি বোর্ড সভায় নতুন নোটের ডিজাইন পরিবর্তনের এই প্রস্তাব গৃহীত হয়।  এই নতুন নোটগুলোর ডিজাইনে যুক্ত হবে বাঙালি ঐতিহ্য, ধর্মীয় স্থাপনার চিত্র এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের অনুমোদনে নোটগুলোর ছাপানোর কাজ শুরু হয়েছে।

বর্তমানে প্রচলিত ২ থেকে ১০০০ টাকার সব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। তবে নতুন ডিজাইনের নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি রাখা হবে না। বরং নোটে স্থান পাবে ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ও বিশেষ গ্রাফিক উপস্থাপন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, নতুন ডিজাইনের এই নোটগুলো দেশের মুদ্রার চেহারায় বৈচিত্র্য আনবে। প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে অন্য নোটগুলোর ডিজাইনও পরিবর্তন করা হবে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংককে নতুন ডিজাইনের প্রস্তাব জমা দিতে বলা হয়। নতুন নোট ছাপানোর পরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কাজ করছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপাতে খরচ হয়েছে ৩৮,৪০০ কোটি টাকা। এর আগের বছর খরচ ছিল ৩৭,৪০০ কোটি টাকা। নতুন নোট বাজারে আনার খরচও বাজেটের আওতায় পরিচালিত হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়