
ডলারের দর নিয়ন্ত্রণ ও রিজার্ভ বাড়াতে সক্রিয় ভূমিকা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর উদ্বৃত্ত ডলার নিলামে কিনে বাজারে টাকার সরবরাহ বাড়ানোয় রিজার্ভ ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর উদ্বৃত্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারের বেশি কেনার ফলে রিজার্ভ বেড়ে ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে এর বিপরীতে ২৫ হাজার কোটি টাকার বেশি দিয়েছে। এতে ডলারের দর স্থিতিশীল থাকা ছাড়াও বাজারে টাকার সরবরাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফের বিপিএম৬ মানদণ্ডে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা গত ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ। নিলামের মাধ্যমে ১৫–২০টি ব্যাংক ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। ডলার কেনার এ উদ্যোগ রিজার্ভ বাড়ালেও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক ঋণ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।