শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে উত্থান

bangladesh-forex-reserve-3139-billion
ছবি সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৩৯ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হয় স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। ফলে এ হিসাবেই প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

সেই হিসেবানুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ ২৬ হাজার ৪৫০ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার।

এর আগের দিন, ২ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাবে তা ছিল ২৬ হাজার ৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৩৯ বিলিয়ন ডলার। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়