বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এনবিআর

byabshayider-kor-aday-nbr
ছবি সংগৃহীত

ব্যবসায়ীদের জোরপূর্বক কর আদায় হবে না, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কর ছাড়ের সিদ্ধান্ত ভবিষ্যতে জাতীয় সংসদে নেবে বলে জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করা হবে না। ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদের মাধ্যমে। তিনি বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত ‘মিট দ্যা বিজনেস’ সভার দ্বিতীয় অংশে এই তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে কর আদায় করা হচ্ছে এবং ব্যবসার পরিবেশ সুষ্ঠু রাখাই এনবিআরের মূল লক্ষ্য। তিনি আরও জানান, কর ফাঁকি রোধ করা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এনবিআরের দায়িত্ব। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা অন্যায় করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে।

এনবিআরের এ পদক্ষেপ ব্যবসায়ীদের প্রতি সুষ্ঠু আচরণ নিশ্চিত করতে এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়