
দেশের বন্দর খাতে বড় পরিবর্তন আসছে। চট্টগ্রাম বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে দীর্ঘমেয়াদে পরিচালনার জন্য হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ৩০ বছর এবং এনসিটি ও বে টার্মিনাল ২৫ বছর মেয়াদে বিদেশি কোম্পানির কাছে পরিচালনার জন্য হস্তান্তর করতে যাচ্ছে সরকার। বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বর মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।
রবিবার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। তিনি বলেন, বন্দর পরিচালনায় দক্ষতা ও বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরও জানান, কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে। পাশাপাশি, শিপিং খাতে বিনিয়োগ ও কার্যক্রম সহজ করতে নৌপরিবহন অধিদপ্তর ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে আইন সংশোধনের কাজ চলছে।
নৌপরিবহন সচিব বলেন, শিপিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতা বাড়াতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।