চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে প্রায় ৪০ বছর পর ট্যারিফ বা মাশুল বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়েছে। গড়ে ৪১ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে, যেখানে কনটেইনার পরিবহন খাতে ট্যারিফ বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। ব্যবহারকারীদের আপত্তি থাকলেও প্রজ্ঞাপন অনুযায়ী এটি কার্যকর করা হয়েছে, যা দেশের আমদানি-রফতানি ও কনটেইনার পরিবহন খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
প্রায় ৪০ বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়ানো হয়েছে। নতুন ট্যারিফের প্রজ্ঞাপন রোববার (১৪ সেপ্টেম্বর) জারি করা হয় এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হলো। গড়ে ৪১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে কনটেইনার পরিবহন খাতে ট্যারিফ বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, বন্দরে মোট ৫২টি খাতে ট্যারিফ আদায় করা হয়, যার মধ্যে ২৩টি খাতে সরাসরি বর্ধিত হার প্রযোজ্য।
ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরের যৌথ উদ্যোগে নেয়া হলেও ব্যবহারকারীদের আপত্তি থাকলেও প্রজ্ঞাপন কার্যকর হয়েছে। দেশের আমদানি-রফতানি ও কনটেইনার পরিবহন খাতের ৯২ শতাংশের সঙ্গে এই বৃদ্ধি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নতুন ট্যারিফ অনুযায়ী, ২০ ফুট লম্বা কনটেইনারের ট্যারিফ ১১,৮৪৯ টাকা থেকে বেড়ে ১৬,২৪৩ টাকা হয়েছে। এছাড়া আমদানি ও রফতানি কনটেইনারের ওঠানামায়ও প্রতি কনটেইনার প্রায় তিন হাজার টাকা বৃদ্ধি আনা হয়েছে।
সূত্রঃ বাসস