বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মসংস্থান রক্ষা ও ঋণ আদায়ে নতুন নীতি সহায়তা চালু করলো বাংলাদেশ ব্যাংক

bangladesh-bank-niti-sohayota
ছবি সংগৃহীত

রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নীতি সহায়তা চালু করেছে। এতে ব্যবসা পুনর্গঠন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংক খাতের ঋণ পুনরুদ্ধার সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও পুনঃতফসিলের জন্য বিশেষ নীতি সহায়তা ঘোষণা করেছে। রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সাপ্লাই চেইনের সমস্যা এবং টাকার অপ্রত্যাশিত অবমূল্যায়নের কারণে বহু প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবসা চালাতে পারেনি, যার প্রভাব ঋণ পরিশোধে পড়েছে।

নতুন নীতির আওতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হবে, যার মধ্যে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে। ঋণগ্রহীতাদের ন্যূনতম ২% ডাউন পেমেন্ট করতে হবে। সুদের হার গ্রাহক ভেদে নির্ধারণযোগ্য, কিস্তি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য।

নীতির লক্ষ্য ব্যবসা পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান রক্ষা করা এবং ব্যাংকের আটকে থাকা ঋণ পুনরুদ্ধার করা। যারা আগে কোনো পুনঃতফসিল সুবিধা পাননি, তারা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগ দেশের অর্থনীতি ও ব্যাংক খাতের স্থিতিশীলতা জোরদার করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়