ডলারের আধিপত্যে বদল আসছে বৈশ্বিক অর্থনীতিতে। রেকর্ড দামে স্বর্ণ কেনার দৌড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের চেয়ে স্বর্ণকে বেশি নিরাপদ মনে করছে।
বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ স্বর্ণের রেকর্ডমূল্য বৃদ্ধি। ২০২৫ সালে আউন্সপ্রতি দাম ৩৫০০ ডলার ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। শুধু দাম নয়, রাজনৈতিক নিষেধাজ্ঞার বাইরে থাকার কারণে স্বর্ণকে ডলারের তুলনায় নিরাপদ মনে করছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা ঋণ এবং রিজার্ভ বৈচিত্র্যকরণের প্রয়োজনও এ প্রবণতা বাড়াচ্ছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে বর্তমানে ৩৬ হাজার টনের বেশি স্বর্ণ রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩.৬ ট্রিলিয়ন ডলার। অপরদিকে মার্কিন সরকারি বন্ডের পরিমাণ ৩.৮ ট্রিলিয়ন হলেও স্বর্ণের প্রতি ঝোঁক দ্রুত বাড়ছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ২০২২ সাল থেকে প্রতিবছর প্রায় এক হাজার টন স্বর্ণ কিনছে দেশগুলো। শুধু চলতি বছরের প্রথমার্ধেই কেনা হয়েছে ৪১০ টন। ভারতও পিছিয়ে নেই; দেশটির রিজার্ভ ব্যাংকের হাতে এখন ৮৮০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা তাদের মোট রিজার্ভের প্রায় ১২ শতাংশ।
পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে ডলারের একক আধিপত্যের জায়গা ধীরে ধীরে দখল করছে স্বর্ণ।