কিউআর কোড এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার করে দেশের নিবন্ধনহীন গাড়ি শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিবন্ধনহীন গাড়ি শনাক্ত এবং ই-ট্যাক্স টোকেন কার্যক্রম দ্রুততর করার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে।
দেশের সড়কে বর্তমানে অন্তত আড়াই লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে, যার কারণে সরকার প্রতিবছর অন্তত ৬,২৫০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি অনুষ্ঠিত ই-ট্যাক্স টোকেন সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
সভায় বলা হয়েছে, নিবন্ধনহীন গাড়ি শনাক্ত ও নিবন্ধনের আওতায় আনা জরুরি। আরএফআইডি ট্যাগ ও কিউআর কোড ব্যবহার করলে গাড়ির যাবতীয় তথ্য সহজে সংগ্রহ করা সম্ভব হবে। এনবিআরের তদারকিতে দেখা গেছে, কয়েক হাজার বিলাসবহুল গাড়ির মালিক কর ফাঁকি দিয়েছেন, যার কারণে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ই-ট্যাক্স টোকেন কার্যক্রম দ্রুততর করা হবে। মফস্বলে এই প্রক্রিয়া সহজ করতে ব্যাংকিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতা বাড়ানো হবে। এছাড়া কিউআর কোড নকল প্রতিরোধে ই-সাইন ভিত্তিক ভেরিফিকেশন সিস্টেমও শক্তিশালী করা হবে।