সর্বোচ্চ অনলাইন আয়কর রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠান হিসেবে ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা অর্জন করেছে সোনালী ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজধানীর অনুষ্ঠানে একমাত্র ব্যাংক হিসেবে এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।
২০২৪-২৫ করবর্ষে সর্বোচ্চ অনলাইন আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে কর প্রদান ও সুশাসনে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছে সোনালী ব্যাংক পিএলসি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত “Bangladesh Single Window” অনুষ্ঠানে ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের হাতে সম্মাননা তুলে দেন।
স্বীকৃতিপ্রাপ্ত পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে সোনালী ব্যাংক ছিল একমাত্র ব্যাংক। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
শওকত আলী খান বলেন, এনবিআরের নির্দেশনায় সোনালী ব্যাংক দ্রুত অনলাইন প্রশিক্ষণ, হেল্প ডেস্ক ও টিউটোরিয়ালের মাধ্যমে কর্মকর্তাদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করেছে। এই অর্জন আমাদের ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি ও সুশাসনের প্রতীক।