বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী বছর আরও কমবে সঞ্চয়পত্রের সুদহার

sonchoypotro-sudhar-komano
ছবি সংগৃহীত

উচ্চ সুদের বোঝা কমাতে এবং বাজেট ঘাটতি পূরণে সরকার সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সুদহার কমিয়ে বিনিয়োগকারীদের ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগের দিকে উৎসাহিত করছে।

সরকার ধীরে ধীরে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক আগামী বছর আরও সুদহার কমানোর পরিকল্পনা করছে। উচ্চ সুদের বোঝা কমানো ও বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক পরিবার এখনও সঞ্চয়পত্রের আয়ের ওপর নির্ভরশীল থাকায় তাদের জন্য নতুন নিরাপদ বিনিয়োগ বিকল্প জরুরি।

চলতি অর্থবছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার কমিয়ে ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগের দিকে উৎসাহিত করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকও সুদহার কমানোর পক্ষে মত দিয়েছে। অর্থনীতিবিদরা বলেন, সঞ্চয়পত্রে এককভাবে ভরসা করা এখন আর বাস্তবসম্মত নয়।

গত অর্থবছরে সঞ্চয়পত্রে নিট বিক্রি ঋণাত্মক হয়ে প্রায় ৬ হাজার ৬৩ কোটি টাকা দাঁড়িয়েছে, যা সরকারের ঋণ পরিশোধে চ্যালেঞ্জ তৈরি করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়