অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আশা করা ভুল এবং নিয়মিত আয়ের উৎস বানালে বিপদ দেখা দিতে পারে। তিনি সোমবার ডিএসই ভবনে বিএসইসি ও ডিএসইয়ের যৌথ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন হলেও সরকারের অর্থায়নের সীমাবদ্ধতা রয়েছে। সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে আছে। তিনি উল্লেখ করেন, সরকার কর-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যার ফলে রাজস্ব আদায় কম এবং মানুষ কর দিতে আগ্রহ হারাচ্ছে।
সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন।
উক্ত আলোচনা থেকে বোঝা যায়, পুঁজিবাজার ও সরকারের রাজস্ব সংকট নিয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।