মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টিসিবি’র কার্যক্রমে নতুন পাঁচটি পণ্য যুক্ত

tscb-notun-panno-november
ছবি সংগৃহীত

টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণ ও নতুন পণ্য তালিকায় সংযোজনের মাধ্যমে সরকার দরিদ্রদের সহায়তা নিশ্চিত করতে যাচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। এতে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান অন্তর্ভুক্ত থাকবে। বিষয়টি সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান।

উপদেষ্টা বলেন, টিসিবির কার্যক্রমে নতুন পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে এবং বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছানো গুরুত্বপূর্ণ। আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, সঠিক উপকারভোগী শনাক্ত করা মূল চ্যালেঞ্জ। এছাড়া, ঢাকা ও পার্শ্ববর্তী জেলা প্রশাসকরা কার্যক্রমে গতি বাড়াতে উদ্যোগ নেবেন। বর্তমানে সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি, এবং ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়