দেশের শিল্প ও কর্মসংস্থানে অবদানের চার দশক পেরিয়ে ৪০ বছর পূর্তি উদযাপন করল ইফাদ গ্রুপ। শনিবার ধামরাইয়ে জমকালো আয়োজনে প্রতিষ্ঠানের এই সাফল্য উদযাপন করা হয়।
চার দশকের সাফল্য ও অগ্রযাত্রা উদযাপন করেছে ইফাদ গ্রুপ। শনিবার ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়। ‘চার দশকের অগ্রযাত্রা–সমৃদ্ধির পথে একসাথে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান ছিল ইফাদ পরিবারের সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসা পরিচালনা করছে।
অনুষ্ঠানে চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ইফাদের ৪০ বছরের যাত্রা দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের অগ্রগতির প্রতিচ্ছবি।