
আবাসিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ বসুন্ধরা এখন পাচ্ছে আরও উন্নত ব্যাংকিং সেবা। এখানেই যাত্রা শুরু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ–এর নতুন শাখা, যা স্থানীয় বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সুবিধা সহজলভ্য করবে।
রাজধানীর দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকা বসুন্ধরায় নতুন শাখা উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এবিজি টাওয়ারে অবস্থিত এই শাখার উদ্বোধন করেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, বসুন্ধরা এখন রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তাই এখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই এই নতুন শাখা চালুর মূল উদ্দেশ্য। শাখাটিতে প্রাইওরিটি, পার্সোনাল ও এমপ্লয়ি ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এভারকেয়ার হসপিটালস, গ্রামীণফোন এবং বসুন্ধরা গ্রুপ–এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই শাখা স্থানীয় কমিউনিটিকে আরও সহজে মানসম্পন্ন ব্যাংকিং সেবা দেবে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১২০ বছরের ঐতিহ্য ধরে রাখা স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সেবার প্রতিশ্রুতি আরও একবার পুনর্ব্যক্ত করল।





















