Search
Close this search box.

বুধবার- ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শাহিন আফ্রিদি

যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শাহিন আফ্রিদি

এই প্রথম বাংলাদেশের বিপক্ষে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। যে কারণে দ্বিতীয় টেস্টের আগে শান মাসুদের দলের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। তবে শুক্রবার শুরু হতে যাওয়া এ ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে নেই পেসার শাহিন শাহ আফ্রিদি।

ঠিক কী কারণে এ তারকা পেসার দলে নেই, সেই ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শান্ত বাহিনীর মুখোমুখি হবে পাকিস্তান দল। ম্যাচটির জন্য রদবদল এনে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

একে তো প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল স্বাগতিকরা।  তার ওপর ওই টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহিন আফ্রিদি। তাই দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। যে কারণে আফ্রিদিকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছে স্বাগতিকরা।

তবে ব্যক্তিগত সেই কারণ ছাড়াও শাহিনের দলের বাইরে থাকার কারণ জানিয়েছেন গিলেস্পি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শাহিন এ ম্যাচে থাকছে না। তার সঙ্গে আমার কথা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনের কারণ জেনে সে সেটিকে সমর্থনও জানিয়েছে। আমরা আমাদের সেরা কম্বিনেশন নিয়ে ম্যাচটি খেলতে চাই এবং সেটাই আমাদের নির্দেশনা। আমরা সকালে কন্ডিশন দেখে বোলিং অ্যাটাক ঠিক করব। শাহিনের জন্য সময়টা অন্যরকম, সে নতুন বাবা হয়েছে। আমাদের তিন ফরম্যাটের দলের সদস্য সে, তাকে এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিয়েছি।’

অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা পেসার এরপর শাহিনের পেশাগত কিছু বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, ‘কিছু বিষয়ে তাকে নিশ্চিত করতে হবে যে, সে যথেষ্ট ফিট। এ নিয়ে আজহার মেহমুদের (বোলিং কোচ) সঙ্গে কাজও করছে সে, এটা দারুণ বিষয়। আমরা শাহিনকে তার সেরা ফর্মে দেখতে চাই। কারণ তিন ফরম্যাটেই আমাদের সামনে অনেক ম্যাচ আছে এবং আশা করি সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মুহূর্তে আমরা নির্দিষ্ট ম্যাচের জন্য সব পজিশন সম্পূর্ণ হয়েছে বলে মনে করি।’

এ সময় টেস্ট অধিনায়ক শান মাসুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘শান অনেক ইতিবাচক অধিনায়ক এবং আমরা সবাই জয়ের লক্ষ্যে খেলব। প্রথম ম্যাচেও আমরা নিজেদের মানসিকতা দেখিয়েছি। আমরা প্রথম ইনিংসে চেয়েছিলাম প্রতিপক্ষ দলও যেন ব্যাট করতে পারে, সেজন্য ইনিংস ঘোষণা করেছিলাম। তবে সেটা খুব একটা কাজে আসেনি। এর পুরো কৃতিত্ব প্রতিপক্ষের (বাংলাদেশ)। তারা খুব ভালো ব্যাটিং করেছে। এখন আমরা পরবর্তী ম্যাচে জয়ের দিকে তাকিয়ে আছি। আমি আত্মবিশ্বাসী যে, আমরা সাফল্য পাওয়ার ব্যাপারে সবসময় ইতিবাচক পথে আগাব।’

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ ওভারে ৮৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন শাহিন আফ্রিদি। এ টেস্টের মাঝেই পুত্র সন্তানের বাবা হন বাঁহাতি এ পেসার। যদিও ওই সময় মাঠে থাকায় স্ত্রী আনশা আফ্রিদির পাশে থাকতে পারেননি তিনি।

জানা গেছে, আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করে রাখা হয়েছিল। সে অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিন ও শহীদ আফ্রিদির কন্যা আনশা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়