Search
Close this search box.

বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমিলিয়ানো মার্টিনেজ টানা দ্বিতীয়বার ইয়াশিন ট্রফি জয়ী

এমিলিয়ানো মার্টিনেজ ইয়াশিন ট্রফি জয়ী
ছবি - ইন্টারনেট

ছবি – ইন্টারনেট

মার্টিনেজ গত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ের পেছনে তার বড় অবদান রয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকায় তিনি ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে প্রতিপক্ষকে গোল করতে দেননি। বিশ্বকাপেও তার দুর্দান্ত সেভগুলো আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিল।

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন মার্টিনেজ। ক্লাবের হয়ে তার গুরুত্বপূর্ণ সেভগুলো প্রিমিয়ার লিগে ভিলাকে সেরা চার দলের মধ্যে থাকতে সহায়তা করেছে। এ কারণেই তিনি আবারও বর্ষসেরা গোলরক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন।

মার্টিনেজের প্রতিক্রিয়া:

পুরস্কার গ্রহণের পর মার্টিনেজ বলেন, “এই পুরস্কারটি আমার জন্য অত্যন্ত বিশেষ। আমি কখনও নিজেকে সেরা হিসেবে দেখি না, কিন্তু সবসময় দলকে সাহায্য করার চেষ্টা করি। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, এবং এখন এই স্বপ্ন পূরণ হয়েছে। পরপর দুইবার এই পুরস্কার জেতা আমার জন্য অবিশ্বাস্য।”

তিনি আরও যোগ করেন, “অ্যাস্টন ভিলার হয়ে খেলা আমার জন্য অনেক সম্মানের। আমি আমাদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। মাঠের বাইরে আমি একজন গর্বিত স্বামী ও ভাই।”

২০১৯ সাল থেকে ফ্রান্স ফুটবল লেভ ইয়াশিনের নামে বর্ষসেরা গোলরক্ষককে এই ট্রফি প্রদান করে আসছে। মার্টিনেজ এই ট্রফি টানা দুইবার জেতা প্রথম গোলরক্ষক হিসেবে ইতিহাস গড়লেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়