শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুষ্ঠু নির্বাচনে বাধা নেই, আশাবাদী প্রধান উপদেষ্টার প্রেস সচিব

shusthu-natioal-election-press-secretary
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সুষ্ঠু ভোট আয়োজন শুধু সরকারের সদিচ্ছায় নয়, সমাজ ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতার ওপরও নির্ভর করে।

ভোট বানচালের ক্ষমতা কারও নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, সব দল সৎ থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করবে না এবং ভোটারদের নিরাপত্তায় প্রায় আট লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। তিনি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ সময়সূচি থেকে কেউ সরে গেলে তা জাতির জন্য মহাবিপর্যয় বয়ে আনবে। সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের সদিচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতার ওপরও নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়