
ভালোবাসা থেকে সংসার— এ পথচলায় এখন সুখেই আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আদনান আল রাজীবের সঙ্গে বিবাহিত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের পরও নিজেকে আগের মতোই মনে হয়, শুধু থাকার জায়গাটা বদলেছে।
দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর এ বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বিবাহিত জীবন নিয়ে বলেন, “বিয়ের পর আমার জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটা বদলেছে। আমি সেই আগের মেহজাবীনই আছি।”
তিনি জানান, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়ে গেছে। আগে যেখানে একা পরিবারকে কিছু জানাতে হতো, এখন পাশে রয়েছেন আরও অনেকে। “আমার ফ্যামিলি এখন আরও বড় হয়েছে, সবাই অনেক ভালোবাসে আমাকে। আমার কাজ ও চাওয়া-পাওয়াগুলো তারা বুঝে নেয়,” বলেন মেহজাবীন।
অভিনেত্রী আরও জানান, আদনান আগেও তার ভালো বন্ধু ছিলেন, এখনও সেই বন্ধুত্ব রয়ে গেছে। নিজের মতো করে কাজ করা ও ঘোরাঘুরি—সব কিছুই আগের মতো চলছে বলে জানান তিনি।





















