শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজা চার্লস ও রানি ক্যামিলা প্রথমবার পোপ লিও-এর সঙ্গে সাক্ষাৎ করবেন

raja-charles-vatican-sofor-2025
বিবিসি থেকে সংগৃহীত

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা প্রথমবারের মতো পোপ চতুর্দশ লিও-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দিনের ভ্যাটিকান সফর ইংল্যান্ড ও ক্যাথলিক গির্জার সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বুধবার ভ্যাটিকান সফরে যাচ্ছেন, যেখানে তিনি পোপ চতুর্দশ লিও-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দিনের এই সফরে রাজা ও রানি ক্যামিলা প্রথমবার পোপ লিও’র সঙ্গে দেখা করবেন এবং বৃহস্পতিবার প্রকাশ্যে একসঙ্গে প্রার্থনায় অংশ নেবেন। ৫০০ বছরের মধ্যে এটি প্রথমবারের ঘটনা।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, সফরটি ক্যাথলিক গির্জা এবং ইংল্যান্ডের গির্জার মধ্যে সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ। রাজার জন্য সফরটি কিছুটা চ্যালেঞ্জিং, কারণ সম্প্রতি তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। এছাড়া, ৭৬ বছর বয়সী রাজা ইতোমধ্যে ক্যান্সার চিকিৎসা নিচ্ছেন।

সূত্রঃ বিবিসি

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়