
এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নেন এবং এলআর গ্লোবালকে ছয়টি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা দায়িত্ব থেকে বাদ দেন। একই সঙ্গে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম-কেও পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবাল তাদের ফান্ড থেকে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারের শেয়ার চড়া দামে ক্রয় এবং পরে কোম্পানির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড করার মাধ্যমে ইউনিটধারীদের অর্থ অপচয় করেছে।
এই ঘটনায় রিয়াজ ইসলামসহ ছয় ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৯ কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ছয়টি ফান্ড থেকে বিনিয়োগকৃত ৯০ কোটি টাকা ৩০ দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।





















