রবিবার- ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

sanaye-takaichi-japans-prime-minister
ছবি: সংগৃহীত

জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আজ শনিবার সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান নির্বাচিত করেছে। এতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

৬৪ বছর বয়সী এই রাজনীতিক যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে মনে করেন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ঘুরিয়ে আনতে আমার সামনে পর্বতসমান কাজ অপেক্ষা করছে।’

দীর্ঘ কয়েক দশক ধরে জাপান শাসন করে আসছে এলডিপি। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনবিরোধী ‘সানসেইতো’সহ ছোট দলগুলোর প্রতি জনগণের সমর্থন বাড়ায় এলডিপির জনপ্রিয়তা কমে গেছে।

রক্ষণশীল মতাদর্শের রাজনীতিক তাকাইচি দলীয় প্রধান নির্বাচনের প্রচারণায় নানা কঠোর অবস্থান ও মন্তব্যের জন্য আলোচনায় ছিলেনদ্বিতীয় দফার ভোটে মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে পরাজিত করে তিনি জয়ী হন। এর মাধ্যমে চলতি মাসের শেষ দিকে পার্লামেন্টের অনুমোদন পেলে তাকাইচিই হতে যাচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।

জয়ের পর টোকিওতে এলডিপির সদর দপ্তরে তাকাইচি বলেন,আমরা একসঙ্গে এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করেছি। এখন আনন্দ করার সময় নয়, বরং সামনে অপেক্ষা করছে প্রকৃত চ্যালেঞ্জআমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়