
রাজধানীতে হাজারো মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসন মনোনীত প্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আজকের শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। আমরা এই কর্মসূচির মাধ্যমে সমগ্র ঢাকা-৪ আসনের মানুষকে জানাতে চাই- আগামী দিনে সুযোগ পেলে আমরা এই আসনকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত জনপদে পরিণত করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই অবহেলিত জনপদের মানুষের সমস্যা আমি কাছ থেকে দেখেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি সমাজ গড়ে তুলতে চাই। জনগণ আমাদের যে ভালোবাসা দেখিয়েছে, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশ হোক ন্যায়, সুবিচার ও পরিবেশবান্ধব উন্নয়নের এক দৃষ্টান্ত।
ঢাকা-৪ নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জনাব আব্দুর রহিম জীবন শোভাযাত্রার কারণে সাময়িক জনজীবনে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা-৪ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার মানুষের প্রধান সমস্যা বিদ্যুৎ ও গ্যাসের সংকট। অনেক বাড়িতেই এখনো গ্যাস সংযোগ নেই, যেগুলোতে রয়েছে সেগুলোতেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়নি। এলাকায় অনেক রাস্তা আজও জরাজীর্ণ অবস্থায় আছে, গলিগলিতে মাদক ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার পর বহু রাজনীতিক এই এলাকার নেতৃত্বে এসেছেন, কিন্তু জনগণের মৌলিক সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ নেননি।
তিনি আরও বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে পারলে ইনশাআল্লাহ এই অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজসেবা সম্পাদক ও পল্টন থানা আমির জনাব শাহীন আহমেদ খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশান এর ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি জনাব নজরুল ইসলাম, থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জনাব কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রব ফারুকী, মাওলানা জাকির হোসাইন, আসনের বিভিন্ন থানার সেক্রেটারিবৃন্দ, ইসলামী ছাত্রশিবির এর শ্যামপুর থানা সভাপতি ইমরান হোসাইন, কদমতলী থানা সভাপতি হাসানুল বান্না জিসান, ঢাকা ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক মোঃ আসাদুল্লাহ শেখ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, জনশক্তি ও স্থানীয় এলাকাবাসী।





















