শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাপলা আর শাপলা কলি এক নয়’— ইসি সচিবের ব্যাখ্যা

shapla-koli-protik
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, “শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। এটি ব্যাখ্যার কোনো অবকাশ রাখে না।” বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি সভা ও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ তথ্য দেন।

ইসি নতুন একটি প্রতীক তালিকা প্রকাশ করেছে, যেখানে ‘শাপলা কলি’সহ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আগে শাপলা প্রতীক তালিকায় না থাকার কারণে এটি ব্যবহার করা সম্ভব ছিল না। এ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নতুন তালিকায় শাপলা কলি রাখা হয়েছে এবং কারও দাবির বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়।

তিনি আরও জানান, একটি রাজনৈতিক দল (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক চেয়েছিল। তবে শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য থাকার কারণে ইসি শাপলা কলি প্রতীক গ্রহণ করেছে। প্রতীক সংযোজনের বিষয়টি বিবেচনা করার ক্ষেত্রে কমিশন বিভিন্ন মতামত বিশ্লেষণ করেছে।

এ ছাড়া সচিব উল্লেখ করেন, নভেম্বরে গণভোটের দাবিতে রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে ইসি শুনেছে এবং সিদ্ধান্তের দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিয়েছে।

সভায় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, নির্বাচনের দিনে বিদ্যুৎ সরবরাহ, ক্লাস্টার মেডিকেল টিম প্রস্তুতি, পোস্টাল ব্যালট, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং পাবলিক পরীক্ষার সময়সূচি বজায় রাখার বিষয়ে মতবিনিময় হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়