শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি, প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা

gold-price-increase-bangladesh-22-carat
ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছে, যা আগের দামের থেকে ১ হাজার ৫০ টাকা বেশি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়