শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাইব্যুনাল ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে পাঠানোর নির্দেশ দিল

tribunal-sends-15-army-officers-to-cantonment-sub-jail
ছবি সংগৃহীত

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেলদের সাবজেলে (উপকারাগার) রাখা হবে।

পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হবে সেখানে ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়