শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

rajshahite-madok-baboshayir-mordeh-uddhar
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

নিহত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড নয়।”

তিনি আরও জানান, লিটন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর ছিলেন। দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়