শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু

vietnam-bonna-2025-pranhanir-khobor
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনাম। চলতি সপ্তাহে দেশটিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও আটজন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পর্যটন শহর হোই আনের কাছের একটি প্রধান নদীর পানি গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহান্ত থেকে উপকূলীয় প্রদেশগুলোতে টানা ভারী বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় ১ দশমিক ৭ মিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে পাঁচটি প্রদেশে অন্তত এক লাখ ২৮ হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। তিন মিটার গভীর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু এলাকায়।

বৃহস্পতিবার হোই আনের রাস্তাগুলো কোমরসমান পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা পানি ভেঙে চলাচল করছে, অনেক দোকানের নিচতলা পুরোপুরি ডুবে গেছে। প্রাকৃতিক দুর্যোগে কয়েক কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫ হাজার হেক্টরেরও বেশি ফসল নষ্ট এবং ১৬ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে।

জাতীয় আবহাওয়া ব্যুরো জানায়, থু বন নদীর পানি বর্তমানে ১৯৬৪ সালের রেকর্ডের চেয়ে ১ দশমিক ৬২ মিটার বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝড়, বন্যা ও ভূমিধস আরও ঘন ঘন ও বিধ্বংসী আকারে দেখা দিচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনামে এসব প্রাকৃতিক দুর্যোগে ১৮৭ জনের প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়