
বিতর্কের অবসান ঘটিয়ে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক চূড়ান্ত না হওয়ায় দলটির নিবন্ধন সনদও ঝুলে ছিল। ইসি আগে জানিয়েছিল, রাজনৈতিক দলের জন্য নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই; তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে চিঠি দেওয়া হয়।
তবে এনসিপি শাপলা প্রতীকেই অনড় অবস্থান নেয় এবং অবশেষে কমিশন নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীকটি তালিকাভুক্ত হওয়ায় এখন দলটির নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে যাবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত ইসির প্রতীক নীতিমালায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
নিউজটি পড়েছেন : ৮৩





















