সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিশ্ব শিশু দিবস-২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

child-rights-week-2025-dhaka
ছবি সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং তাদের ভবিষ্যৎ নেতৃত্বের উপর গুরুত্বারোপ করেন।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস-২০২৫ এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে” এবং শিশুদের স্বপ্ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কর্মসূচি গ্রহণের কথা জানান।

সভায় শিশু আদালত স্থাপন, চাইল্ড কেয়ার কার্যক্রম সম্প্রসারণ এবং ইউনিসেফ ও ইইউ’র সহায়তায় নতুন শিশু সুরক্ষা কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে নিহত ৬২ শিশুর পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান করা হয়।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল ও তাদের জন্য নানা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়