ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশার কারণে পেছন থেকে আসা অন্য একটি ট্রাক ওই ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ধাক্কা দেয় ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হেলপারকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানিয়েছেন, নিহতরা ধাক্কা দেয় ট্রাকের চালক ও হেলপার। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
নিউজটি পড়েছেন : ৫৫





















