বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আজ দশম দিনও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে সমবেত হন।
শিক্ষকরা জানান, তাদের দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলও করবে। এদিন শহীদ মিনারে তাদের সঙ্গে সংহতি জানাতে আসবে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল।
শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়ে ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন। শুরুতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও পুলিশের অনুরোধে শহীদ মিনারে চলে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান।
এরপর থেকে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।





















