শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, কারও প্রতি অনাস্থা নেই: মির্জা ফখরুল

bnp-druto-nirbachon-bakto-mirza-fakhrul
ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের একপেশে সুপারিশের সমালোচনা করে বিএনপি জানিয়েছে, দলটি দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে এবং এ বিষয়ে কারও প্রতি অনাস্থা নেই।

দেশে দ্রুত নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কারও প্রতি আমাদের অনাস্থা নেই, আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন হোক।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছেও যাবে।

সংবাদ সম্মেলনে বিএনপি কমিশনের প্রস্তাবের বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, গণভোটের মতো পদক্ষেপ জাতীয় নির্বাচনের আগে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়