
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে শিশু পরিচর্যা সুবিধা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর লক্ষ্য নারীর কর্মসংস্থান বাড়ানো ও অর্থনীতিতে সমান অবদান নিশ্চিত করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীরা যখন শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন বা পড়াশোনা বন্ধ করেন, তখন দেশের উৎপাদনশীলতা ও অগ্রগতি ক্ষতিগ্রস্ত হয়। তিনি সারাদেশে শিশু পরিচর্যা (ডে-কেয়ার) সুবিধা চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন।
পরিকল্পনায় সরকারি বিশ্ববিদ্যালয় ও অফিসগুলোতে ডে-কেয়ার কেন্দ্র স্থাপন, বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক সুবিধা, কেয়ারগিভারের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন, এবং নিয়োগকর্তাদের জন্য কর ও সিএসআর প্রণোদনা অন্তর্ভুক্ত। এর মাধ্যমে নারীর কর্মসংস্থান, পারিবারিক আয় বৃদ্ধি ও জিডিপিতে প্রভাব আশা করা হচ্ছে।
তারেক রহমান বলেন, শিশু পরিচর্যা সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অপরিহার্য অংশ। বিএনপি ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রাখছে, যেখানে প্রতিটি নারী দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবে।





















