শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন

13th-parliament-election-bangladesh
ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ। কমিশন প্রশাসনিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থা সম্পূর্ণ করে জনগণের অংশগ্রহণের অপেক্ষা করছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ, আসন সীমানা পুনর্বিন্যাস, নির্বাচনী কর্মকর্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবছর প্রায় ২৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যার মধ্যে ৫২ শতাংশ নারী।

প্রস্তুতির অংশ হিসেবে ইসি প্রথমবারের মতো মিসইনফরমেশন মনিটরিং সেল চালু করছে এবং প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। ভোট কেন্দ্র ও জেলা পর্যায়ে রিয়েল-টাইম মনিটরিং, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও আচরণবিধি তৈরি করা হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, তবেই নির্বাচনের সাফল্য সম্ভব।” ইসি আশা করছে, অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো সম্ভব হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়