শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি কমছে, শিগগিরই আসছে চূড়ান্ত ঘোষণা

national-university-fee-reduction
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা ও দীর্ঘদিনের দাবির পর পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফি-সংক্রান্ত অসুবিধার বিষয়টি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা তুলে আসছিল। অবশেষে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফি কমানোর সিদ্ধান্ত নেয়। তবে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলতি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করায়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হচ্ছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফি হ্রাসের চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া হবে। নতুন সিদ্ধান্ত অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং পরবর্তী পরীক্ষাগুলো থেকে কার্যকর করা হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়