
“ব্রায়ান এমবুমো আমাদের দলের জন্য দারুণ সংযোজন”—এভাবেই নতুন তারকাকে প্রশংসায় ভাসালেন ওয়েইন রুনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই ফরোয়ার্ডকে দলের সেরা সাইনিং বলে অভিহিত করেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন সাইনিংগুলোর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ব্রায়ান এমবুমো। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ক্লাব কিংবদন্তি ওয়েইন রুনি বলেছেন, এমবুমোই এখন ইউনাইটেডের সেরা নতুন সংযোজন। শুরুতে তার যোগদানের বিষয়ে ছিল কিছু সংশয়, কিন্তু ১০ ম্যাচে ৫ গোল করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।
ব্রেন্টফোর্ড থেকে ৭ কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়া এমবুমো ইতিমধ্যে ওল্ড ট্রাফোর্ডে দারুণ ছন্দে আছেন। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ঐতিহাসিক জয়েও প্রথম গোলটি করেছিলেন তিনি। রুনির মতে, এমবুমোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও মানসিকতা তাকে আলাদা করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড, যেখানে শীর্ষে আর্সেনাল আছে ২২ পয়েন্ট নিয়ে। এমবুমোর দারুণ শুরুই হয়তো দলে ইতিবাচক প্রভাব বজায় রাখবে।




















