সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু

dhabi-undergraduate-bortti-2025-26
ছবি সংগৃহীত

ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর থেকে এবং শেষ হবে ২০ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে ১৬ নভেম্বর রাত পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টাকা।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ নভেম্বর থেকে ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে ২০ ডিসেম্বর অন্যান্য ইউনিটে শেষ হবে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিটের জন্য পৃথক সময়সূচি নির্ধারিত হয়েছে।

ভর্তি প্রার্থীদের ২০২০ থেকে ২০২৩ সালের মাধ্যমিক এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটে জিপিএ-যোগফল ন্যূনতম ৮, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৭.৫, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭.৫ এবং চারুকলা ইউনিটে ৬.৫ থাকতে হবে। আবেদন ও পরীক্ষার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়