সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার মোস্তফা কামাল টিপু

mostofa-kamal-tipu-grefatar
ছবি সংগৃহীত

নগরীতে চলমান রাজনৈতিক কার্যক্রম ও গত বছরের আন্দোলনের সময় গুলি চালানোর অভিযোগে চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে মঙ্গলবার রাতের অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। তার কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর অভিযোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ থেকে অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মোস্তফা কামাল টিপু গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল আজাদ জানান, অভিযানে টিপুর কার্যালয় থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় মামলা রয়েছে। পুলিশ বলেছে, টিপু কিছুদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়