
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। বুধবার (২৯ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা বিক্রি হবে।
তবে স্বর্ণের সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। চলতি বছর এটি স্বর্ণের দামের ৭০তম সমন্বয়, যার মধ্যে ৪৮ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।
নিউজটি পড়েছেন : ৬৭





















