
জাপান সফরে গিয়ে নিজ দেশের সেনাদের সামনে নেচে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ অক্টোবর) ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীতে সেনাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর গানের তালে নাচেন তিনি। সেই সময় ‘সুইট ক্যারোলিন’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’ গান বাজছিল বলে জানিয়েছে গার্ডিয়ান।
এর আগে ট্রাম্পের সঙ্গে ইয়োকোসুকা নৌঘাঁটিতে যান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেখানে বৈঠকে ট্রাম্প বলেন, জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্রদের অন্যতম, এবং যেকোনো প্রয়োজনে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন। তাকাইচি পাল্টা প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্ক আরও এগিয়ে যাবে।
বৈঠক শেষে জাপানের বিরল খনিজ উপাদান ক্রয় এবং যুক্তরাষ্ট্রের ফোর্ড এফ–১৫০ ট্রাক আমদানি–সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়। ট্রাম্প বলেন, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্র–জাপানের বন্ধুত্বকে নতুন যুগে নিয়ে যাবে।





















