সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোর কেশবপুরে আবুল হোসেন আজাদের গণসংযোগ

jashore-keshabpur-bnp-abul-hosen-ganasangosh
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বাজারগুলোতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ গণসংযোগ পরিচালনা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের গোলঘাটা বাজার, জামালগঞ্জ বাজার, শ্রীফলা বাজার, চৌরাস্তা মোড়, প্রতাপপুর বাজার ও শিকারপুর বাজারসহ বিভিন্ন বাজারে এই গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে আবুল হোসেন আজাদ আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং ইউনিয়ন ও ওয়ার্ড স্তরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়