
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন জুলাইযোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা।
জামায়াত আমির শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটি লেখেন।
সেই সাথে এ কথাও লিখেন যে জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবনবাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না।’
ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।’
সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এক অনুষ্ঠানে জানিয়েছেন, ‘জুলাইযোদ্ধা সংগঠনটি কমিশনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সংশোধন করিয়েছে। এই পরিস্থিতিতে অসন্তোষ থাকার কোনো ভিত্তি নেই।’
তিনি মন্তব্য করেন, ‘আমরা খোঁজখবর নিয়েছি। এই বিশৃঙ্খলার বিষয়টি এখনও তদন্তাধীন। জুলাইযোদ্ধাদের নাম ব্যবহার করে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এখানে ঢুকেছে। এদের আমরা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি মনে করি। আওয়ামী ফ্রন্ট নানা সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।’





















