
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ।
দুপুর দুপুর আড়াইটার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। এ স্থানে সাধারণত বিদেশ থেকে আমদানি করা মালামাল রাখা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুনের খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে সব ধরনের ফ্লাইট কিছু সময়ের জন্য ওঠানামা বন্ধ থাকবে।
নিউজটি পড়েছেন : ১১৬





















