শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আন্দোলন চালিয়ে যান’—শিক্ষকদের উদ্দেশে হাসনাত ও জারা

hasnat-jara-advice-teachers-protest-continue
সংগৃহীত ছবি

গত ১৭ অক্টোবর দুপুর ২টা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা আটদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন, যা এখন পর্যন্ত প্রায় ৪২ ঘণ্টা চলেছে। অনশনে অংশ নেওয়া অনেক শিক্ষকই অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ভোরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের খোঁজ-খবর নেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকের মাধ্যমে এ বিষয়টি নিশ্চত করেছেন।

শনিবার রাতে দেওয়া এক ঘোষণায় অধ্যক্ষ আজিজী বলেন, শিক্ষকরা রবিবার শিক্ষা ভবনের দিকে ‘ভূখা মিছিল’ করবেন। এ সময় তারা খালি থালা-বাসন হাতে নিয়ে রাস্তায় নামবেন। তিনি বলেন, “আমরা যারা আগামী প্রজন্ম তৈরি করছি, তারাই আজ অনিশ্চয়তা ও অবহেলার শিকার। দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তব হয়নি। তাই খালি থালা হাতে মিছিলই আমাদের প্রতিবাদের ভাষা।”

তিনি আরও জানান, সরকার চাইলে যে কোনোমুহূর্তেই সংকটের সমাধান করতে পারে। সরকারের প্রতি বিনীত আবেদন, শিক্ষকদের আর অনিশ্চয়তার মধ্যে রাখবেন না। শিক্ষক সমাজ মর্যাদা চায়, করুণা নয়।

বাড়িভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। ৫ অক্টোবর শিক্ষক দিবসে প্রজ্ঞাপনটি প্রকাশিত হলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা তা প্রত্যাখ্যান করেন।

১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখেন। আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে, যার ফলে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষকদের তিন দফা দাবি:
১. মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া
২. ১৫০০ টাকা চিকিৎসা ভাতা
৩. কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা (বোনাস)

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়