সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তামিম টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায়

tamim-new-role-t20-league
সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নাম লেখাচ্ছে তমিম। মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে  আগামী বছরের জুনে। বাংলাদেশের তামিম ইকবাল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে কাজ করবেন।  এ ছাড়াও একই ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার ব্রেট লিসহ তারকা খেলোয়াড়দের। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগের প্রথম আসর বসছে কুয়ালালামপুরে, আগামী ৭ থেকে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দল অংশ নেবে এবারের আসরে। এমসিএর বিশ্বাস, স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকেটের নতুন যুগের সূচনা করবে।

মালয়েশিয়া টি-টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এমসিএর সভাপতি এ কথা বলেন। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনের আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’

মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও সম্প্রচার অধিকার পেয়েছে আইপিজি গ্রুপ—যারা লঙ্কা প্রিমিয়ার লিগেরও আয়োজক। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে দলগুলোর পরিচিতি, খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়া, বড় সাইনিং এবং পূর্ণাঙ্গ ম্যাচ সূচি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়