
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করেছে। আগে মোবাইল SIM-এর OTP-এর কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার করদাতাদের নিজস্ব ই-মেইলে OTP পাঠানো হবে, যার মাধ্যমে ঝামেলাহীনভাবে ই-রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি ereturn@etaxnbr.gov.bd-এ পাঠাবেন। এরপর তাদের ই-মেইলে OTP এবং নিবন্ধন লিংক পাঠানো হবে।
এই লিংকের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। আবেদনকারীদের কোনো কাগজপত্র বা দলিল আপলোড করার প্রয়োজন নেই। NBR-এর এই নতুন উদ্যোগ বিদেশে থাকা করদাতাদের জন্য ই-রিটার্ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলাহীন করে তুলেছে।
নিউজটি পড়েছেন : ৪৭





















