শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভরি কোস্টে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ivory-coast-rastropti-nirbachon-2025
ছবি সংগৃহীত

২০১৬ সালের সংবিধান পরিবর্তনের পর আইভরি কোস্টে রাষ্ট্রপতি নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াত্তারা জয়ী হলে চতুর্থবারের মতো রাষ্ট্রপতি হবেন।

আইভরি কোস্টে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল থেকে শুরু হয়েছে এবং বিকেল ৬টা পর্যন্ত চলবে। দেশজুড়ে ২৫,৬৭৮টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন মোট ৮৭ লাখ ভোটার। বিদেশে ৩০৮টি দূতাবাস কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১ লাখ ২০ হাজার ভোটার অংশ নিচ্ছেন।

বর্তমান রাষ্ট্রপতি আলাসানে ওয়াত্তারা এবং চারজন প্রতিদ্বন্দ্বী—সাবেক ফার্স্ট লেডি সিমোন বাগবো, সাবেক রাষ্ট্রপতি লরেন্ট বাগবোর একসময়ের মুখপাত্র আহোয়া ডন মেলো, সাবেক বাণিজ্যমন্ত্রী জিন লুই বিলন ও আইভোরিয়ান পপুলার ফ্রন্টের হেনরিয়েট লাগু—এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।

২০১৬ সালে সংবিধান পরিবর্তনের পরও ওয়াত্তারা আবার জয়ী হতে পারেন। ২০২০ সালের নির্বাচনে ৮৩ বছর বয়সী তিনি ৯৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনের পাঁচ দিনের মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে এবং পরে সাংবিধানিক পরিষদ তা বৈধতা প্রদান করবে।

সূত্রঃ আনাদুলু

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়